চিকিৎসক সুজাউদ্দিন আহমদ ছিলেন বহুমুখী প্রতিভার মানুষ। আশপাশের গ্রামের লোক আসত তাঁর কাছে চিকিৎসা নিতে। সাধারণত দরিদ্র অসহায় লোকদের থেকে তিনি টাকা নিতেন না। সমাজকল্যাণমূলক কাজ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সক্রিয় রাজনীতি—সবখানেই অংশ নিতেন সুজাউদ্দিন। নজরে ছিলেন পাকিস্তানি ঘাতক সেনাবাহিনীর। নির্মম নির্যাতনের পর গুলি করে তাঁকে হত্যা করা হয়।
source https://www.prothomalo.com/martyred-intellectuals/সুজাউদ্দিন-আহমদ
0 মন্তব্যসমূহ