স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেই পত্রলেখকদের, বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করার প্রয়াস পেয়েছে দেশের নবীন লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস। এ ব্র্যান্ডের বনানী আউটলেটের প্রতিটি ফ্লোর সাজানো হয়েছে লাল-সবুজ নানা উপাদানে।

source https://www.prothomalo.com/lifestyle/fashion/স্মরণে-শ্রদ্ধায়-উদ্যাপন-স্বাধীনতার-সুবর্ণজয়ন্তী