ওয়ার্ড একটি। তাতে বর্জ্য সংগ্রহ করে ৩৮টি প্রতিষ্ঠান। এর ৩১টির মালিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদধারী নেতারা।ঢাকা উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ডে ময়লা-বাণিজ্য ভাগাভাগি করে নিয়েছেন এসব নেতা। রাজধানীর অভিজাত দুই এলাকা গুলশান ও বনানী নিয়ে এই ওয়ার্ড গঠিত।

source https://www.prothomalo.com/bangladesh/ময়লা-বাণিজ্যে-এক-ওয়ার্ডেই-আওয়ামী-লীগের-৩১-নেতা