শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন তিনি। গভীরভাবে বিশ্বাস করতেন, একদিন দেশ স্বাধীন হবে। নিজেকে সে জন্য প্রস্তুত করে তুলেছিলেন। কিন্তু স্বাধীন দেশে যখন তিনি কাজ শুরু করবেন বলে উদ্‌গ্রীব, তখনই চিকিৎসক মোহাম্মদ মোর্তজাকে পাকিস্তানি সেনারা হত্যা করে নির্মমভাবে

source https://www.prothomalo.com/muktijuddho-50/martyred-intellectuals/বিজয়ের-আগমুহূর্তে-ডা-মোর্তজাকে-হত্যা-করে-হানাদার-বাহিনী