২৭ মার্চ সকালে তিন ঘণ্টার জন্য সান্ধ্য আইন তুলে নেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে অসংখ্য ভীতসন্ত্রস্ত মানুষ রাস্তায় নেমে পড়ে। বেশির ভাগ মানুষ বের হয় শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। কাতারে কাতারে মানুষ যেতে থাকে গ্রামের দিকে। শহরের অনেক রাস্তার পাশে পড়ে ছিল পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে নিহতদের লাশ। মানুষ বুঝতে পারে, কী বিভীষিকা শহরে ঘটে গেছে

source https://www.prothomalo.com/diary-1971/বঙ্গবন্ধুর-পক্ষে-জিয়ার-স্বাধীনতা-ঘোষণা-পাঠ