রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কেটিসি হানিফ বাসের চালককে একমাত্র আসামি করে মামলা করেছে কাটাখালী থানার পুলিশ।
source https://www.prothomalo.com/bangladesh/district/রাজশাহীতে-সড়ক-দুর্ঘটনায়-১৭-জন-নিহতের-ঘটনায়-মামলা
0 মন্তব্যসমূহ