অবসর নেওয়ার পর একই ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হওয়া তিনজন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাংলাদেশ ব্যাংক সরিয়ে দিয়েছে। ব্যাংক কোম্পানি আইন পরিপালন করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও আগে কেন্দ্রীয় ব্যাংকই এসব সাবেক এমডির পরিচালক হওয়ার অনুমোদন দিয়েছিল।

source https://www.prothomalo.com/business/bank/ব্যাংকের-পরিচালক-পদ-থেকে-সাবেক-৩-এমডি-বাদ