মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প ও জুলিয়ানি ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানির ষড়যন্ত্র করেছেন। তাঁদের এই কাজের সহযোগী ‘প্রাউড বয়েজ’ ও ‘ওথ কিপার্স’ নামের দুটি কট্টর ডানপন্থী সংগঠন। ক্যাপিটল হিলে কংগ্রেস যখন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করছিল, তখন সহিংসতা ও ষড়যন্ত্র করে তা প্রতিহত করার চেষ্টা করেছেন বিবাদীরা।

source https://www.prothomalo.com/ট্রাম্পের-বিরুদ্ধে-মামলা