প্রযুক্তি আধুনিকায়নের মাধ্যমে পুরো ব্যাংকিং সেবার চিত্র পাল্টে দিতে চেয়েছিল অগ্রণী ব্যাংক। ফ্লোরা টেলিকম চার দফায় ৪৯৯ কোটি টাকায় এ কাজ পায়। চুক্তি অনুযায়ী, সুইজারল্যান্ডের টেমোনাস কোম্পানির কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) স্থাপন করবে ফ্লোরা টেলিকম। এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৪৭ শতাংশ।
source https://www.prothomalo.com/business/bank/ফ্লোরায়-ফেঁসেছে-অগ্রণী-ব্যাংক
0 মন্তব্যসমূহ