কতটা বিকেল মিলে আগামীকাল হয়? কতটা অপেক্ষার অস্তমিতে জন্মাবে আগামীকাল। পুবালি আকাশে সূর্যের ম্লান হাসি পশ্চিমাকাশে তলিয়ে যায়, তোমার অপেক্ষায়। কখনো রৌদ্র মেখে স্নান কখনো আহত বিকেলের ক্লান্তি তবু এলে না তুমি। হররোজ অপেক্ষার আগামীকাল নাম লেখায় গতকালের তালিকায় তুমি আসবে বলে এলে না।
source https://www.prothomalo.com/writings/তোমার-অপেক্ষায়-2
0 মন্তব্যসমূহ