আজ বুধবার সকাল সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক শ নেতা-কর্মী নিয়ে কাদের মির্জা থানার ফটকে অবস্থান করছিলেন। হরতালের কারণে উপজেলার দোকানপাট সব বন্ধ আছে। কোনো যানবাহন কোম্পানীগঞ্জে ঢুকতে পারছে না। কাদের মির্জা ঘোষণা দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত হরতাল চলবে।
source https://www.prothomalo.com/bangladesh/district/ডিসিএসপির-প্রত্যাহার-চেয়ে-কাদের-মির্জার-ডাকে-কোম্পানীগঞ্জে-হরতাল
0 মন্তব্যসমূহ