সুনন্দা কদিন থেকেই মনে মনে ভাবছে, ও মিহিরের সঙ্গে দেখা করবে। এই একটি মাস ওর সঙ্গে দেখা নেই, কথা নেই! দিনগুলো, রাতগুলো বছরের চেয়েও বড় হয়ে যাচ্ছে ওর জন্য। মিহিরের সঙ্গে কথা না হলে সব খালি খালি লাগে। কী যেন নেই, কী যেন নেই মনে হয়! শূন্যতায় ডুবে থাকে ও। একটি মাস?

source https://www.prothomalo.com/life/durporobash/সমান্তরাল-ভালোবাসা