আমার থেকে নিষ্ঠুর আর কে আছে বলো? দাউ দাউ করে মানুষ পুড়তে দেখে কষ্ট পাই না। চোখ থেকে এক ফোঁটা জলও ঝরে না। চারদিকে এত অন্যায়, অমানবিকতা দেখি। অত্যাচার, নিষ্ঠুরতা দেখি। গুম, খুন, হত্যা, ধর্ষণের কথা শুনি। হাজার কোটি টাকা লুটপাটের কথা শুনি। এসব তো নীরবেই মেনে নিই। লজ্জায় মাথা নত করি না। তাই তো বলছিলাম, একসময় আমিও মানুষ ছিলাম।