মর্তুজ আলীর শর্ষেখেতে ভূত! ভয়ংকর রকমের কুৎসিত ভূত! বাপ রে বাপ, কী বীভৎস তার অট্টহাসি! ভূতটার সেই হাসি সুনামির মতো ঢেউ তুলেছে দেবীপুর গ্রাম থেকে সোশ্যাল মিডিয়ায়। লাখ লাখ মানুষ দেখছে সেই ভিডিও। ভূতের ভিডিও! ফেসবুক লাইভের সেই ভিডিও দেখে অনেকের কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেবীপুর গ্রাম এখন দেশবাসীর কাছে খুব পরিচিত এক নাম। এক রাতেই দেবীপুরকে সবাই ‘ভূতের গ্রাম’ হিসেবে চেনে।