প্রাকৃতিক গ্যাসসহ বিপুল খনিজসম্পদে সমৃদ্ধ মিয়ানমার আঞ্চলিক শক্তিগুলোর কাছে একটি ‘লোভনীয়’ দেশ। তাই ভারত, চীন, রাশিয়া—তিনটি বড় আঞ্চলিক শক্তির নজর দেশটির দিকে। ভারতের সঙ্গে মিয়ানমারের রয়েছে ১ হাজার ৬০০ কিলোমিটারের সীমান্ত। ভারতের ‘সেভেন সিস্টাস৴’ নামে পরিচিত সাত রাজ্যের মধ্যে এই সীমান্তজুড়ে চার রাজ্যের অবস্থান।
0 মন্তব্যসমূহ