ছেলেটা ধরাগলায় বলল, স্যার টাকাগুলো বড় কষ্ট করে জমানো। ঢাকায় এসে তিন বছর টিউশনি করেছি। কত বেলা না খেয়ে থেকেছি। এভাবে দুই লাখ টাকা জমিয়েছি, বাকি এক লাখ আমার বাবার জমি বিক্রি করা টাকা। জবটা না হলে আমি এবং আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। আমার বাবা হয়তো মারাই যাবেন। একটু দেখবেন স্যার।
0 মন্তব্যসমূহ