যদি বিবাগি মন অথৈ ভাবনায় ডুবে স্বপ্ন-সাগরে নিত্য করে সুখের স্নান, যদি অনুভূতির সুতোয় কেউ জড়ায় নিবিড় করে প্রাণের মাঝে তারই তরে লাগে গভীর টান। যদি অদেখা অচেনা দূরের কোনো ফুল মিষ্টি সুরভি ঢালে মনের বাতায়নে, যদি মোহিত মন ভাবের আবেশে অভিভূত হয়ে তাকেই ছুঁয়ে দিতে ছুটে যায় সঙ্গোপনে।