বিজেপিও চুপ করে বসে নেই। তারা প্রত্যাঘাত শুরু করেছে দুভাবে। বুধবার তারা দলে টেনেছে অখিলেশ যাদবের দল এসপির বিধায়ক হরিওম যাদব, এসপির সাবেক বিধায়ক ধর্মপাল সিং ও সাহারানপুর জেলার বেহাট কেন্দ্রের কংগ্রেস বিধায়ক নরেশ সাইনিকে। হরিওমকে দলবিরোধী কাজের জন্য গত বছর বরখাস্ত করা হয়েছিল