শীত এল পউষের প্রথম প্রহরে খেজুরের রস আর গুড়ে ভর করে। শীত এল বাংলার সবুজাভ মাঠে শিশিরের কণা ধোয়া পথ-ঘাট-হাটে। শীত এল মাঠ ভরা শাকসবজিতে কৃষকের মনকাড়া সুমধুর গীতে।