যদি ফিরে আসি আবার এই সমুদ্রতটে, দখিনা বাতাসের মতো, তোমার ললাট ছুঁয়ে; যদি মিশে যাই সীমাহীন নীলে, যদি শূন্য তরণি এসে থমকে যায় তোমার তীরে; অনুভবে কান পেত একবার, গহিনের ডাক ঠিকই শুনতে পাবে।