তোমার ঘরের চারিকোণে বাঁধব বাসা ফুড়ুত ফাড়ুত দেখব তোমায় মনে আশা স্নানটা সেরে হাঁটবে যখন উঠোনজুড়ে আমি তখন দেখব তোমায় মনটা ভরে। ভেজা চুলের গন্ধ নেব হাওয়া থেকে ভেজা শাড়ি যায় গো যদি আমায় ডেকে ধবল পায়ে বাজলে নূপুর রিনিঝিনি মুগ্ধ চোখে দেখব তোমায় চিরদিনই।