হঠাৎ কারও পায়ের আওয়াজ শুনে পেছনে ফিরে ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে উঠল তিশি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার মতো চেহারা। সবকিছু তার মতো মানে দ্বিতীয় তিশি দাঁড়িয়ে আছে তার সামনে।