সংগঠন থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে সাবিনা আক্তার বলেন, ‘শুধু সভাপতির সই করা চিঠি দেওয়ায় আমি উত্তর দিইনি। আর ব্যক্তিগত কারণে আমাকেই এখন অব্যাহতি দিয়েছেন সভাপতি। আমি এই অব্যাহতি মানি না। আমি আমার সাংগঠনিক কার্যক্রম করব।’