কোরিয়ার এক টিভি চ্যানেলে গত সেপ্টেম্বর মাসে এক সাক্ষাৎকারে ও ইয়ং–সু বলেছেন, সিরিজটি বের হওয়ার পর তাঁর জীবনটাই বদলে গেছে। তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমি যেন হাওয়ায় ভাসছি। নিজেকে শান্ত ও সংযত রাখার খুব চেষ্টা করছি।