জয়ের জন্য আর মাত্র ১২২ রান দরকার এলগারের দলের। কিছু না ভেবে ম্যাচ প্রতিবেদনের এ অংশটুকু পড়ে গেলে অনেকের কাছেই এটা খুব সহজ মনে হতে পারে। কিন্তু জোহানেববার্গের পিচ আর ৪৬ রান নিয়ে উইকেটে থাকা এলগারের ইনিংসটির দিকে তাকালে এ লক্ষ্যকে আর সহজ মনে হবে না!