তুমুল বৃষ্টি, আগস্টের শুরু, ১৯৯৭ সাল, আধহাঁটু জল ভেঙে হলে উঠলাম। ক্লাস শুরু হয়ে গেছে, বাড়ি থেকে খবর পেয়ে ছুটে এলাম রাজধানী শহরে। ওঠার জায়গা বলতে মামার বাসা—পল্টন। বুদ্ধদেব বসুর সেই পুরানা পল্টন, আমরাও তিনজন—মামা, মেজ ভাই আর আমি
source https://www.prothomalo.com/দিনলিপিতে-বঙ্গবন্ধু-হল
0 মন্তব্যসমূহ