প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে বনলতা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হচ্ছিলেন নাসিম খান। এ সময় ফিলিং স্টেশনের পাশেই লাঠিসোঁটা, হাঁসুয়া, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে থাকা ব্যক্তিরা তাঁর ওপর চড়াও হন।