জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন মাচাদো। অপেক্ষাকৃত দুর্বল বিমানবাহিনীর বিপক্ষে জোড়া গোল করলেও তাঁর পারফরম্যান্স দর্শকদের মন ভরানোর মতো হয়নি। যত সুযোগ পেয়েছেন, তাতে হ্যাটট্রিক হতে পারত অনায়াসেই।
source https://www.prothomalo.com/sports/football/দুই-গোল-পেলেন-তবু-মন-ভরাতে-পারেননি-ব্রাজিলিয়ান-স্ট্রাইকার
0 মন্তব্যসমূহ