কয়েক মৌসুম ধরেই গুঞ্জন চলছে, রিয়াল মাদ্রিদে যাবেন কিংবা যাই যাই করছেন এমবাপ্পে। এমন পরিস্থিতিতে নিন্দুকেরা রটাতেই পারেন, রিয়াল কিংবা অন্য কোনো বড় দলকে লোভাতুর করে তুলতে এমবাপ্পে শুধু নিজের খেলাটাই খেলছেন। দলেরটা আর ভাবছেন না!