চৈত্রের আকাশ। বাইরে বেশ গরম। এ রকম প্রাকৃতিক সৌন্দর্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না মোটেই। চোখে জ্বালা করে। পাবনা স্টেশন থেকে রেলে চেপেছি। আমার মুখোমুখি এক তরুণী। চোখে সানগ্লাস। কালো। সে তাকিয়ে আছে জানালা দিয়ে। তার এত প্রকৃতিপ্রেম যে সামনে থাকা এই দর্শনযোগ্য যুবককে কোনোভাবেই পাত্তা দিতে নারাজ সে। একবারের জন্যও আমার দিকে তাকাতে দেখলাম না তাকে।