ইংল্যান্ডের মধ্যাঞ্চলীয় নর্থ শ্রপশায়ারের আসনটিতে ২০০ বছরের ইতিহাসে কখনো হারেনি টরি দল। দুই বছর আগেও এখানে দলটির ব্যাপক জনপ্রিয়তা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার ওই আসনের উপনির্বাচনে সব ওলটপালট হয়ে গেছে।