রোদের পুকুরে স্নান করে তুমি যখন সামনে এসে দাঁড়াও তখন এ মন প্রেমিক হয়ে ওঠে। তোমার সোনার চুলে বিরহ ভুলে হঠাৎ দুলে ওঠে আমার হীরার মন তখন স্বর্গ খুঁজে পাই হাতের মুঠোয়।