বসুন্ধরার জার্সিতে জোড়া গোলে বাংলাদেশ অধ্যায় শুরু করেছেন বসনিয়া জাতীয় দলে খেলা স্ট্রাইকার স্তোয়ান ভ্রানিয়েস। একটি করে গোল করেছেন জোনাথন ফার্নান্দেজ, রবসন রবিনিও ও এলিটা কিংসলি। অন্য গোলটি আত্মঘাতী। প্রথমার্ধে দুটির পর দ্বিতীয়ার্ধে হয়েছে ৪ গোল।