জিতুর এ কেমন হাল। উষ্কখুষ্ক চুল, মুখ ভরে আছে হিমু মার্কা দাড়ি-গোঁফে, যেন বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো ব্যর্থ প্রেমিক। কিন্তু জিতু! ইশতিয়াক আহমেদ জিতুর এ হাল হবে কেন? ক্যাম্পাসের দাপুটে আর নাক-উঁচু ছেলেটার। যার আহ্বান অগ্রাহ্য করা কোনো মেয়ের পক্ষে অসম্ভব ছিল। যেমন নিতু, সোহানারা পারেনি। আমি, এই আমিও তো সবকিছু জেনেও ডুবেছিলাম জিতুতে। চেয়েছিলাম তাকে নিজের করে নিতে।