সিলেটের হাওর থেকে শিকার করা ১৪টি জবাই করা পরিযায়ী পাখিসহ শিকারিকে আটক করা হয়েছে। এসব পাখির মধ্যে ছিল ৪টি লেঞ্জা হাঁস, ৬টি পাতি সরালি হাঁস ও ৪টি পিয়ং হাঁস। বন বিভাগ ও পুলিশ সদস্যদের হাতে শিকারিকে সোপর্দ করেছেন এক পরিবেশকর্মী।

source https://www.prothomalo.com/video/bangladesh/জবাই-করা-পাখিসহ-বিক্রেতা-আটক-2