ডিসেম্বর একদিকে যেমন বাঙালির শোক-বেদনা ও হারানোর মাস, তেমনি অর্জন ও প্রাপ্তির। এ মাসে পেয়েছি বিজয়। আবার এ মাসেই হারিয়েছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যে নৃশংসভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, পৃথিবীতে এমন ঘটনা আর নেই।