হে স্বাধীনতা
হে স্বাধীনতা তুমি বড় চঞ্চল চাতক পাখির মতো তুমি নাও ছিনিয়ে আছে দুঃখ-যাতনা যত তুমি দাও আশা আমাদের প্রাণ খুলে বাঁচার তুমি দাও সাহস ভাঙতে তালা বন্ধ খাঁচার। তুমি বড় বাধাহীন বাধা মানো না কখনো কারও তুমি পারো ভাঙতে বাধা আসুক সামনে যত তুমি বড় উদার ফোটাও হাসি সবার মুখে তুমি চাও তোমাকে সবাই জড়িয়ে রাখুক বুকে।
0 মন্তব্যসমূহ