আদালতের আদেশ না মেনে সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে দেশত্যাগ করা শিশুটির বাবা সানিউর টি আই এম নবীকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। জরিমানার অর্থ পরিশোধ না করলে সানিউরকে আরও এক মাস কারাভোগ করতে হবে।

source https://www.prothomalo.com/bangladesh/বাবার-ছয়-মাসের-কারাদণ্ড-ও-লাখ-টাকা-জরিমানা