আগুন থেকে বাঁচতে লঞ্চের তিনতলা থেকে মেয়েকে নিয়ে নদীতে লাফ দিলে বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না, এটি মাথায় ছিল। চোখের সামনেই এক নারী নিজের শাড়ি খুলে তা রেলিংয়ে বেঁধে নিচে নামেন। ওই রাতে লঞ্চে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলেছেন বেঁচে ফিরে আসা এক নারী।