দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, পানির বর্ধিত বিলের সিদ্ধান্ত অমানবিক। করোনা পরিস্থিতির এই সংকটময় মুহূর্তে পানির বিল বাড়ানো মড়ার উপর খাঁড়ার ঘা। তাই দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

source https://www.prothomalo.com/bangladesh/district/পানির-বাড়তি-বিল-প্রত্যাহারের-দাবিতে-সিলেটে-মানববন্ধন