মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগী, কর্মী ও অতিথিদের সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড ২০২১ সাময়িকভাবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত ভারতের তেলেঙ্গানার মানাসা বারাণসী পুয়ের্তো রিকোতে আইসোলেশনে আছেন।
source https://www.prothomalo.com/entertainment/hollywood/সুন্দরীরা-করোনায়-আক্রান্ত-বিশ্বসুন্দরী-প্রতিযোগিতার-চূড়ান্ত-পর্ব-স্থগিত
0 মন্তব্যসমূহ