ইনুর ভাষ্য, ছাত্ররা আজ জনগণের কণ্ঠস্বর, জাতির বিবেক হতে চায় না। শুধু ডিগ্রির মালিক হতে চায়। ছাত্রসংগঠনগুলো ছাত্রদের অধিকার আদায়, দেশের সংকটে অসহায়-নিরুপায় মানুষের পাশে দাঁড়ানোর বদলে রাজনৈতিক ক্ষমতার খুদে অংশীদার ও ভাগীদার হতে ব্যস্ত। ছাত্রসংগঠনগুলো পরিণত হয়েছে নেতা-নেত্রীদের জিন্দাবাদ বাহিনী, লাঠিয়াল বাহিনী ও শিশু শ্রমিকে।