চারিদিকে ইটের দেয়াল আকাশ ছুঁতে চায় শিশুগুলো খাঁচার পাখি শিকল পরা পায়। লোহার গ্রিলে বন্দী শিশু বদ্ধ কারাগার বন্দিদশায় শৈশব কাটে একলা একা তার।