সমাজের এসব অবহেলিত শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কাজ করছে চট্টগ্রামের বাকলিয়ার মুক্ত অঙ্গন শিক্ষালয়। চট্টগ্রাম বন্ধুসভার সদস্য মুক্তা বিদ্যালয়টি স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পাঁচ বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।

source https://www.prothomalo.com/activities/চট্টগ্রাম-বন্ধুসভার-উদ্যোগে-ফ্রি-হেলথ-ক্যাম্প-ও-ওষুধ-বিতরণ