নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে ১৪ দল নারায়ণগঞ্জ জেলা। এ উপলক্ষে বুধবার বিকেলে নগরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তন প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেন ১৪ দলের জেলা নেতারা।

source https://www.prothomalo.com/bangladesh/district/নারায়ণগঞ্জ-সিটি-নির্বাচনে-আইভীকে-আনুষ্ঠানিকভাবে-সমর্থন-দিল-জেলা-১৪-দল