গত ইউরোয় ডেনমার্কের প্রথম ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হন এরিকসেন। সতীর্থ ও দলীয় চিকিৎসকদের তাৎক্ষণিক চেষ্টায় সে যাত্রায় এরিকসেন প্রাণে বেঁচে যান। হাসপাতালে ভর্তি হয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ইউরোয় আর খেলতে পারেননি।
source https://www.prothomalo.com/sports/football/বুকে-যন্ত্র-থাকায়-এরিকসেনকে-ছেড়ে-দিল-ইন্টার
0 মন্তব্যসমূহ