পৃথিবীর আদিম যে পুরুষ পৃথিবীতে এসেছিল তারও আগে তুমি এসেছিলে পৃথিবীর বুকে। শুধু স্বপ্ন ইচ্ছা পূরণ করতে, শুধু আমার হাত ধরে সে উষ্ণতায় বেঁচে থাকতে। ঈশ্বর তোমার সে ইচ্ছে পূরণ করল। তুমি পদচিহ্ন রাখলে পৃথিবীতে।