হরলান্ডকে দরকার হবে বার্সেলোনার। কিন্তু ক্লাবটির আর্থিক দুর্দশা হরলান্ডকে পাওয়ার কাজটা কঠিন করে তুলছে। তবে বার্সেলোনার জন্য নাকি অপেক্ষা করতে রাজি হরলান্ড। অন্তত তাঁর সুপার এজেন্ট মিনো রাইওলা সেটাই জানালেন।