বিজয় আমার কান্না-হাসির মাস রক্তে ভেজা সবুজ দুর্বাঘাস ভাই হারিয়ে শোকে কাঁদে বোন বিজয় আমার মায়ের পোড়া মন। বিজয় আমার টকটকে লাল রবি বাবার চোখে স্বপ্ন আঁকা ছবি ত্রিশ লক্ষ ঝরা তাজা প্রাণ বিজয় আমার মাটির সোঁদা ঘ্রাণ।
source https://www.prothomalo.com/writings/বিজয়-আমার-2
0 মন্তব্যসমূহ