যুদ্ধ শেষে গাইল পাখি ফুটল গাছে ফুল লাল-সবুজের নিশান ওড়ে মনটা তাই ব্যাকুল। মায়ের মুখে ফুটল হাসি লাখো ত্যাগের পরে বাবার খুশি জগৎ রাঙায় স্বাধীনতার তরে।

source https://www.prothomalo.com/writings/মুক্তির-গান-4